শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)নেই: ‘কাঁটা লাগা গার্ল’ আমাদের ছেড়ে চলে গেলেন মাত্র 42 বছর বয়সে

    শুক্রবার রাতের এক হঠাৎ হৃদয়বিদারক ঘটনায় মৃত্যু হয়েছে ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার (Shefali Jariwala)। মাত্র ৪২ বছর বয়সে তার প্রয়াণে স্তব্ধ গোটা বলিউড ও বিনোদন জগৎ।

    shefali jariwala

    মাঝরাতে বড় হৃদয়বিদারক খবর

    শুক্রবার রাত আনুমানিক ১১:২৫ নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। তৎক্ষণাৎ তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অন্ধেরির এক মাল্টি-স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিসিপশন থেকে কনফার্ম করা হয়েছে যে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।


    শেফালির মৃত্যুর সম্ভাব্য কারণ: হার্ট অ্যাটাক?

    হাসপাতালের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে সূত্র অনুযায়ী, শেফালি জারিওয়ালার মৃত্যুর পিছনে হার্ট অ্যাটাককেই (Heart Attack) সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।

    হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাক্তার বিজয় লুল্লার (Dr. Vijay Lulla) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু না বললেও, পুরো বিষয়টি অস্বীকার করেননি।


    পরিবারের শোকস্তব্ধ অবস্থা

    শেফালির জারিওয়ালা (Shefali Jariwala)মৃত্যুসংবাদ সর্বপ্রথম তার মা ও স্বামী জানতে পারেন। কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে শেফালির মাকে কাঁদতে দেখা যায়। তার স্বামীকেও অত্যন্ত ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে। এই ভিডিওটি আরও একবার প্রমাণ করে দেয় কতটা আকস্মিক ছিল এই ঘটনা। শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)নেই: ‘কাঁটা লাগা গার্ল’ আমাদের ছেড়ে চলে গেলেন মাত্র 42 বছর বয়সে

    কেন শেফালী জারি বলা কাটা লাগার পর দেখা যায় 

    কিছুদিন আগেই টাইমস অফ ইন্ডিয়াতে শেফালী গাড়িওয়ালা ইন্টারভিউ দিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কাটা লাগা গানের সফলতার পর। ক্যারিয়ার থেকে লম্বা সময়ের জন্য কেন বিরতি নিয়েছিলেন তাকে ইন্ডাস্ট্রিতে কেন দেখা যাচ্ছিল না উত্তরে শেফালী জারিওয়ালা জানান যখন উনি ১৫ বছরের ছিলেন তখন তার মিরগি রোগের সম্ভাবনা জানতে পারেন। তারপর তাকে সেই রোগ থেকে ঠিক হতে তার প্রায় ১৫ বছর লেগে যায়নি


    বিগ বস ১৩ ও ‘কাঁটা লাগা’ থেকে পরিচিতি

    শেফালি জারিওয়ালা মূলত “কাঁটা লাগা” রিমিক্স গানে অভিনয়ের মাধ্যমেই সারা দেশে পরিচিত হয়ে উঠেছিলেন। এরপর তিনি একাধিক মিউজিক ভিডিও, মুভি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

    বিশেষ করে ‘বিগ বস সিজন 13 ’ (Bigg Boss Season 13)-তে অংশগ্রহণ করার পর আবার আলোচনায় আসেন। তার ব্যক্তিত্ব, সাহসী মনোভাব ও ইতিবাচক এনার্জি দর্শকদের মন জয় করে নেয়।

    kata laga girl

    সহ-অভিনেত্রীদের প্রতিক্রিয়া

    শেফালির আকস্মিক মৃত্যুতে বিগ বস সহ তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রাক্তন প্রতিযোগী মোনালিসা ইনস্টাগ্রামে শেয়ার করেন একটি ছবি এবং লেখেন,“শেফালি, তোমাকে খুব মিস করব।এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। তোমার পজিটিভ এনার্জি আর হাসিটা চিরকাল মনে থাকবে।”

    পরিচিত সিঙ্গার লিখেছেন ইনস্টাগ্রামে আমি খুব চিন্তায় আছি খুব দুঃখে আছি আমার মন ভীষণ ভারী হয়ে আছে এবং আমার খুব প্রিয় বন্ধু শেফালী আমাদের ছেড়ে। চলে গেছে এখন আমার বিশ্বাস হচ্ছে না

    পারাশ ছাবড়া লিখছে কখন যে কে আমাদের ছেড়ে চলে যাবে কেউ তা জানে না ওম শান্তি।
    এছাড়াও হিন্দুস্তানি ভাওসহ পারাশ ছাবরা , বিকাশ , সুনিধি চৌহান অনেক পরিচিত তারকা তার বাড়িতে আসেন এই সময় তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য


    ইন্টারনেট জুড়ে শোকের ছায়া

    এই দুঃসংবাদের পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে শোকের বার্তা। ৪২ বছর বয়সে তার মৃত্যুটা এতটাই অপূরণীয় তা বলার কোন জায়গা নেই শেফালী ৪২ বছর বয়স হলেও তিনি তার স্বাস্থ্যের পক্ষে সব সময় সচেতন থাকতেন এবং তাকে আমরা যখনই দেখেছি ভীষণ ফিট দেখেছি, তিনি শরীর চর্চাতে খুবই বিশ্বাসী ছিলেন কিন্তু এই হঠাৎ করেই বিরসম্ময়ে জনক ঘটনা নেট পাড়ায় দুনিয়ায়। সত্যিই একটা যেন দুঃখের ছায়া নিয়ে এসেছে অনেকেই মেনে নিতে পারছেন না এই সত্যি। মাত্র ৪২ বছর বয়সে এমন এক প্রাণবন্ত অভিনেত্রীর মৃত্যু যেন এক অপূরণীয় ক্ষতি।


    🚶হিন্দুস্তানি ভাউ পৌঁছান শেফালির বাড়িতে

    শেফালির জারিওয়ালা মৃত্যুর খবর শুনে বিগ বসের আরেক পরিচিত মুখ হিন্দুস্তানি ভাউ (Hindustani Bhau) ছুটে যান তার বাড়িতে। সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে চোখে জল নিয়ে তিনি বলেন, ও আমার বন্ধু না আমার মেয়ের মতো। মোবাইলে তো ফোন নাম্বার সেভ আছে ওর কিন্তু সেই নাম্বার থেকে ফোন করার আর কেউ রইল না আমার সাথে কথাটা বলার সময় পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ভাওয়ের চোখের জল ছলচল করছে বিগ বসটিং এর পর থেকেই শেফালী জারিওয়ালা ও হিন্দুস্তানি ভাও দুজনের মধ্যে খুবই সুন্দর ভাই বোনের সম্পর্ক হয়েছিল যে আমরা সোশ্যাল মিডিয়াতে তাই দেখেছি বিভিন্ন পার্টিতে এমনকি রাখি বন্ধনে তেও শেফালীকে হিন্দুস্তানি ভাইকে রাখি পড়াতে আমরা দেখেছি তাদের এই সুন্দর ভাই বোনের সম্পর্ক যে এত অল্প দিনের জন্য ছিল তা হয়তো হিন্দুস্তানি ভাও কোনদিন ভাবতে পারিনি।”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *