Amisha Patel ( কেন হারিয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে) Amazing Fact 2025

২০০৩ একটি এমন সিনেমা এসেছিল Amisha Patel এর যা দর্শকদের মন জয় করেছিল অস্বাভাবিক ভাবে। বলিউডের ঘোর পাল্টে গেছিল 2003 এ আসা kahona Pyar Hai সিনেমাটি থেকে। যেখানে দুজন নতুন মুখ Hrithik Roshan আর Amisha Patel মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।
সিনেমাটি লঞ্চ করেছিল দুটো নতুন মুখ হৃত্বিক রোশন এবং আমিশা প্যাটেল । হৃত্বিক রোশনের সঙ্গে কাজ করার কথা ছিল কারিনা কাপুরের কিন্তু কোনো কারনে কারিনা কাপুর সিনেমাটি না করতে পারায় রাকেশ রোশন যিনি ফিল্মের ডাইরেক্টর ছিলেন । তিনি পছন্দ করেন Amisha Patel কে।

হঠাৎ করে আসা এমন একটি অভিনেত্রী যিনি kahona Pyar Hai এবং Gadar এর মতন হিট সিনেমায় কাজ করে অল্প সময়ে ভীষণ খ্যাতি প্রাপ্ত একজন অভিনেত্রী হয়ে ওঠেন। কিন্তু এখন আমরা Amisha Patel কে দেখতে পাওয়া যায় revealing ফটোতে ইনস্টাগ্রামে না হয় দেখা যায় interview তে কারোর উপর চেচাতে ।কিন্তু আসলে এমন হঠাৎ কি হলো যে আমিশা হারিয়ে গেল ইন্ডাস্ট্রি থেকে।
কি এমন কাজ করেছিলেন আমিশা পাটেল যেটা ইন্ডাস্ট্রিতে করা উচিত ছিল না ? আর কেন তার প্যারেন্টস তাকে রাস্তায় জুতো দিয়ে মেরে ছিল । আমিশা প্যাটেল ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়ার আগে জানতে হবে কে ছিলেন আসলে Amisha Patel । আমিশা পাটেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে দেখতে গেলে আমিশা পাটেল একজন হাই ক্লাস ফ্যামিলি থেকে আসে যার ওঠাবসা বলিউডে স্টারদের সাথে ।
এমনকি আমিশা প্যাটেলের দাদু কংগ্রেসের একজন বড় নেতা ও ছিলেন এবং তার নামে রাস্তাও রয়েছে । তো বলিউডে আসা তার পক্ষে খুব একটা কঠিন ছিল না । Kahona Pyar Hai er মতো অসাধারণ একটি সিনেমা যারা গান এখনো মানুষ পছন্দ করেন । সিনেমার ডিরেক্টর ছিলেন Rakesh Roshan এবং সিনেমাটিতে তিনি নিজের পুত্র হৃত্বিক রোশন কেও লঞ্চ করেছিলেন ।
এই সিনেমাটির কারণে আমিশা পাটেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিলেন। প্রথম সিনেমাতেই ফিল্মফেয়ার এর মতন অ্যাওয়ার্ড পাওয়া সত্যিই একটা বড় সাফল্য তারপরের সিনেমা অভিনেত্রী চান্স পান Gadar এর মতন সিনেমায় আমিশা পাটেল কাজ করেন এবং সুপার-ডুপার ব্লকবাস্টার সিনেমাটি খ্যাতি পায়।
একদিকে যেমন নতুন যুগের নায়ক হৃত্বিক রোশনের মতন নতুন অভিনেতার সাথে তাকে দর্শক দেখছিলেন অন্যদিকে Sunny Deol এর মতন অভিনেতার সাথে দর্শক তাকে দেখছিলেন এবং তাকে পছন্দ করছিলেন । Amisha Patel কেবলমাত্র বলিউডে নয় সাউথ ইন্ডাস্ট্রি তে badri নামে একটি সিনেমাতে তিনি কাজ করেন এবং সেই সিনেমাটি সুপার-ডুপার হিট হয় ।
মজবুত শুরু হলেও পরে তা হালকা হতে শুরু করে।(Amisha Patel)
তারপরে সিনেমা আসে Ya Zindagi ka Safar যেখানে Amisha Patel এর সাথেই কাজ করছিলেন Jimmy Shergill । কিন্তু বইটি একটি ফ্লপ সিনেমা হিসেবে জায়গা পায় তারপরের সিনেমা Aap Mujhe Achche Lagne Lage সেটিও একটি ফ্লপ সিনেমা হিসেবে জায়গা পায়।
তারপর এই সিনেমার Kranti যেখানে ববি দেওয়ালের সাথে কাজ করেছিলেন । তারপরে সিনেমা সালমান খানের সাথে Yeh Hai Jalwa সিনেমা করেন কিন্তু একের পর এক সব তার সিনেমা ফ্লপ হতে শুরু করে।তারপরে Kya Yehi Pyaar Hai সিনেমা হিট হলেও ছোট সিনেমা হওয়ার কারনে তার নাম সকলের মাঝে সেই ভাবে পৌঁছায়নি ।
এর পরের সিনেমা আসে humraaz এই সিনেমাটি বড় মাপের সিনেমা ছিল এবং সিনেমাটি সফলতাও পায় এটাই ছিল তো শেষ এর পরে তিনি যে ভুলটি করেন তা হয়তো তার জীবনের একটি সবথেকে বড় ভুল হিসেবে প্রমাণিত হয়।
কি ছিল সেই ভুল
আমিশা পাটেল হারিয়ে গেছিলেন ইন্ডাস্ট্রি থেকে দুটো বড় হিট দেওয়ার পর তাকে ইন্ডাস্ট্রিতে আর তেমনভাবে বড় হিট সিনেমায় দেখা যাচ্ছিল না। যেখানে সবাই চেষ্টা করে তার তার কেরিয়ার বাঁচানোর সেখানে আমিশা পাটেল সবথেকে বড় ভুল করে বসেন ।
বলিউডে বলা হয় যে সব কর কিন্তু পরিচালক এর সাথে কখনো সম্পর্কে জড়িয়ে পড়ো না। কারণ একবার তার সাথে সম্পর্ক না থাকলে সে আর কোনদিন তার সাথে কাজ করবে না এখানে Amisha Patel ঠিক সেই ভুলটি করে ফেলেন ।
আমিশা পাটেল কোন কিছুর পরোয়া না করে তিনি বিক্রম ভাটের মতন ডিরেক্টর এর সাথে আলোচনায় জড়িয়ে পড়ে । সব জায়গায় আমিশা প্যাটেল কে দেখা যায় বিক্রম ভাটের সাথে এমন সময় যেখানে বিক্রম ভাট একজন বিবাহিত পুরুষ ছিলেন।
এর জন্যই অনেক রকম বাধা শুরু হয়ে যায় Amisha Patel এর জীবনে । কিছু এমন নিউজ ম্যাগাজিনে লিখে দিয়েছিল যে বিক্রম ভাটের সাথে Amisha Patel এর বিয়ে হয়ে গেছে । যেখানে অনেক সিনেমার ডিরেক্টর এবং প্রডিউসার তার সাথে কাজ করার কথা ভেবে থাকলেও তা ছেড়ে দেন এই কারণে Amisha Patel হাত থেকে অনেক সিনেমা চলে যায় এবং মিডিয়াতে তার নাম খুবই বাজে ভাবে নেওয়া শুরু হয়।
যেখানে kaho Na Pyar Hai এর মতন সিনেমায় সবাই তাকে একটি খুবই সুন্দর অভিনেত্রী হিসেবে চিনেছিলেন এখন তাকে সবাই ভাবছিলেন যে তিনি সংসার ভাঙ্গেন মানুষের।
তাদেরকে সব জায়গায় একসাথেই দেখতে পাওয়া যেত এমনকি বিক্রম ইন্টারভিউতে বলে বসেন যে আমি রেডি আছি যখনই আমিশা পাটেল চাইবেন আমি তাড়াহুড়ো করতে চাই না আমি আগে একটি জায়গায় মন দিয়ে দেখেছি।
কেন তার তার মা তাকে চপ্পল দিয়ে মেরেছিল
আমিশা প্যাটেলের পরিবার কখনোই পছন্দ করতেন না তিনি একটি বিবাহিত পুরুষের সাথে মেলামেশা করুক এবং তারা বিক্রম ভাটির সাথে সম্পর্কের একদম বিরুদ্ধে ছিলেন। একটি সময় যখন Amisha Patel এর মা আমিশা পাটেল এবং বিক্রম ভাটকে একসাথে দেখতে পান তার মা এতটাই রেগে যান যে তাকে সকলের সামনে জুতো দিয়ে মারা শুরু করেন
। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার পরিবারের সাথে তার সম্পর্ক খুব একটি ভালো ভাবে কাট ছিল না । এবং বিক্রমের সাথে তার সম্পর্কে তার পরিবার একদমই খুশি ছিলেন না । অন্যদিকে Amisha Patel ছোট ছোট বাজেটের সিনেমায় অভিনয় করছিলেন যা বোঝাই যাচ্ছিল ফ্লপ হবে এবং পরে তা Flop ও হয়। তিনি সব জায়গা থেকে ফেঁসে গিয়েছিলেন । না তার সম্পর্ক ভালোভাবে চলছিল না তার ক্যারিয়ার এবং তার পরিবারের সাথে তার সম্পর্কও ভালো চলছিল না
পরিবারে লোকের ওপর কোর্টে মামলা
পরিবারে লোকের উপর কি ট কোর্ট কেস করার পিছনের কারণ হলো তিনি অ্যাক্টিং ক্যারিয়ার থেকে যতো কামিয়ে ছিলেন সব তার বাবার হাতে তুলে দিয়েছিলেন। কারণ তার বাবা ছিলেন তার ম্যানেজার কিন্তু তার বাবা সেই সব টাকা খরচা করে ফেলে পরবর্তীকালে যখন টেক্স ক্লেয়ার এর জন্য তিনি সেই টাকা চান তাকে জানানো হয় যে সেই টাকা গুলি তার বাবার ব্যবসায় বাঁচানোর জন্য খরচা করে ফেলে । ফলে আমিশা পাটেল তার বাবার বিরুদ্ধে কোর্টে মামলা করে দেন । পরে আমিশা প্যাটেল সেই কোর্টের মামলা ফেরত নিয়ে নেন।পরবর্তীকালে তার সম্পর্কে সম্বন্ধে জানা যায় যে তারা দুজন আলাদা হয়ে যান এবং বিক্রম জানান যে তারা শুধু দুজনেই ভালো বন্ধু
Come Back করার চেষ্টা
এবং তার পরেও তিনি বেশ কিছু সিনেমায় এক্টিং করেন যা হিট হলেও তার নাম সেভাবে ইন্ডাস্ট্রিতে আসেনি এবং
পরে তিনি নিজের একটি প্রোডাকশন হাউস ও তৈরি করেন এবং সেখানে বেশ কিছু সিনেমা ও তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন কিন্তু তা ওর সঠিকভাবে সফল হয়নি পরে সেই production house ও বন্ধ হয়ে যায়। পরে অনেক controversy তে তিনি জরালেও অবশেষে তার কাম ব্যাক আসে সানি দেওয়ালের ফিল্ম।
Gadar ২ সিনেমাতে এবং সিনেমাটি সুপার ডুপার হিট হয় এবং Amisha Patel মিডিয়াতে নাম আসে। তবে তার যে প্রধান চরিত্রে আসার সুযোগ আগের চেয়ে কমেছে এটি মানতে হবে