Ashish chanchlani and Eli Avram (in a relationship) Amazing fact 2025

Ashish and Eli

Ashish chanchlani and Eli Avram in a relationship তারা কি প্রেম করছে নাকি কোন P R Stunt। ইন্টারনেট দুনিয়ার খুবই পরিচিত মুখ ভারতবর্ষের সফল ইউটিউবারদের মধ্যে একজন আশিস চাঁচলানি তিনি যে ট্যালেন্টেড তার পরিচিতি এখন সারা ভারত বর্ষ সহ বাইরেও আছে তা আমরা সকলেই জানি এবং তিনি ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটি কে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করেছেন এবং তিনি যে এখন কার ইউটিউবার মধ্যে একজন সফল ইউটিউবার তা সকলেই জানে ।

Ashish chanchlani তার প্রাক্তন না থাকাই অনেক দিন single থাকার পর অবশেষে তিনি hotath একটি ফটো পোস্ট করে তার অনুগামীদের অবাক করে দিয়েছেন।

Ashish chanchlani and Eli Avram

ইন্টারনেট দুনিয়াতে নতুন করে সারা জাগিয়েছে এই ইউটিউবার। ১২ই জুলাই তার নিজের instagram হ্যান্ডেল থেকেই একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে আসিস চঞ্চলানি বিদেশের কোন লেকের পাশে কোন এক মহিলাকে তার কোলে তুলে নিয়ে ফটো দিয়েছেন । পরে সেটি জানা যায় যে তিনি বলিউডের হিন্দি সিনেমার একজন পরিচিত মুখ অভিনেত্রী Eli Abhram

ছবিটি শেয়ার করার পরেই কিছুক্ষণের মধ্যে এটি ইন্টারনেটের ট্রেন্ড করা শুরু করে। ছবিটিতে আসিস চাঞ্চলানির হাতের উপর ঝুলছেন অভিনেত্রী এলি ইব্রাহিম । এলির হাতে লাল হলুদ গোলাপের গুচ্ছ এবং দুজনেই যে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তাদের হাসি দেখে সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে । এবং পোস্টের নিচে আসিস লিখেছেন ইংরেজি অক্ষরে ফাইনালি এবং পাশে রয়েছে একটি হার্ড ইমোজি।

ছবিটি ইন্টারনেট এর দর্শক সহ অনেক পরিচিত সেলিব্রিটিদের মধ্যে সারা তুলেছেন। কথা চলছে কেউ তাদের দুজনকে অভিনন্দন জানাছে কেউ জিজ্ঞাসা করছে বিয়েটা কোথায় হবে । আবার অনেকে মনে করছে এটি আসলেই কোন পিয়ার স্টান্ট। তবে সত্যি করের দুজনের মধ্যে রিলেশনশিপ কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে প্রচুর মানুষের মধ্যে ।

Ashish Chanchalani এর আগের প্রেমিকার সাথে তাদের রিলেশনশিপ ঠিকভাবে না চালার কারণে তাদের মধ্যেই ব্রেকআপ হয়। তারপর দেখা গেছে Ashish Chanchalani কে ভেঙে পড়তে। তাকে সোশ্যাল মিডিয়াতে অনেকবার কাদতেও দেখা গেছে। সেই নিয়ে তিনি অনেক ট্রোল এর সম্মুখীন হয়ে ও ছেন। কিন্তু অবশেষে তাকে একটি রিলেশনশিপে দেখে তার অনুগামীদের রিয়েকশন খুবই ভালো ।

Ashish chanchlani ex

Black Side of Social Media

Ashish chanchlani and Eli Avram তাদের একসাথে দেখে অনেকে তাকে অভিনন্দন জানাছেন । তবে এর একটি খারাপ দিক আছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যার প্রভাব সর্বদাই সোশ্যাল মিডিয়ায় কোন পরিচিত মুখ বা সেলিব্রিটি যে কোন রকম পদক্ষেপ নেন তাকে ট্রলের মুখেও পড়তে হয়। কিন্তু আসিস ট্রান্সলেট এবং এলি ইব্রাহিমের তাদের রিলেশনশিপ নিয়ে প্রচুর মানুষ এমন রয়েছেন সোশ্যাল মিডিয়া তে তে যারা সীমার বাইরে গিয়ে তাদের অপমান করছেন যা সত্যিই খুবই দুঃখজনক।

Eli Av ram get hate for dating Ashish chanchlani

Ashish chanchlani and Eli Avram তাদের কে নিয়ে ইন্টারনেট দুনিয়াতে যে পরিমাণ নোংরা চিন্তাভাবনা মানুষের পরিমাণ বেড়েছে তা বলতে কিছু বাকি রাখে না। ট্রল করা বর্তমান সমাজে এটা যেমন ট্রেন্ড তেমনি তার একটা সাইডএফেক্ট রয়েছে যে ট্রলিং এর মাত্রা অতিরিক্ত করা বা সমাজে নোংরামো ছড়ানো কিছু মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজের আসল রূপ কোথাও না কোথাও সকলের চোখে পড়ছে ।

একজন নারী যিনি অন্য দেশ থেকে এসে পরিশ্রম করে টিভিতে কাজ করেছে সাউতের অনেক সিনেমাতে আমরা তাকে দেখেছি বলিউডে অনেক সিনেমা তিনি করেছেন টিভির রিয়েলিটি শোতেও আমরা তাকে দেখেছি। তার সাহস যে অপরিসীম এবং তিনি একজন সাবলম্বী অভিনেত্রী তা নিঃসন্দেহে বলা যাই ।

Ashish Chanchlani and Eli Avram কে নিয়ে যে পরিমাণ নোংরা মন্তব্য করা হচ্ছে তা সত্যিই খুবই নিন্দনীয় এবং সমাজের দায়িত্ববান মানুষ হিসেবে সত্যিই প্রচুর মানুষ নিজেকে খুব লজ্জিত মনে করছে যে কি নোংরা কি অপমানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে

Ashish Chanchlani and Eli Avram একটি ফটো দেখতে পাই । অনেকে মনে করছেন তারা একে অপরের সঙ্গে একটি সুন্দর সম্পর্কে আবদ্ধ হচ্ছে । কিন্তু তার কমেন্ট বক্সে দেখলে সত্যিই খুব খারাপ লাগে যে বর্তমান সমাজের পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তিনি যে একজন নারী সেই কথাটি প্রচুর মানুষ যেন ভুলে গেছেন ওস্রাব্য ভাষা যার কোন মাত্রা নেই এতটাই নিচ মনে পরিচয় দিচ্ছে কিছু মানুষ তার কমেন্ট বক্সে

relation of ashish

Ashish Chanchlani As A Man


Ashish Chanchalani একজন এস্টাবলিশ পরিবার থেকেই আসেন এবং তিনি তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেন ফানি ভিডিও থেকে । বর্তমানে আসিস চঞ্চলানি যে একজন বিখ্যাত সফল ইউটিউবার এটি সকলেই জানেন। চঞ্চলানি তার ইউটিউব ক্যারিয়ার প্রথমে ফানি ভিডিও শর্ট ভিডিও থেকে শুরু করেছিল কিন্তু বর্তমানে এখন তিনি শর্ট ফিল্ম নিজে একজন প্রডিউস ও করেন তাতে অভিনেতা হিসেবে কাজও করেন এবং তাকে বিভিন্ন সময় মুভি রিলিজের ওপেনিং এ ডাকা হয় তার একটাই প্রধান কারণ তার ফলোয়ারদেরকে আকর্ষণ করার জন্য। তিনি হিন্দিসহ হলিউডের অনেক ইংরেজি সিনেমাতেও ট্রেলার রিলিজ ও মুভি প্রিমিয়ার এ তাকে আহ্বান জানানো হয় ।

Ashish chanchlani and Eli Avram আশা করা যাই যে তারা social media এর ভালবাসা এবং তাদের অপমান করা একজন অভিজ্ঞ মানুষের মতো ভাবে গুছিয়ে নেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *