Coolie movie (Amazing গুরুত্ব পূর্ণ কিছু তথ্য)2025

Coolie movie

Coolie movie রজনীকান্তের জীবনের ১৭১ তম সিনেমা হিসেবে এসে হাজির হতে চলেছে তবেএ দর্শকরা এটিকে THALAIVAR 171 ভাবলে ভুল হবে কারন THALIVAR 171 সিনেমা রাজনী স্যার এর সাথে আমরা বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন কেও দেখতে পাবো । Coli সিনেমা টি আসছে 14 ই আগস্ট সিনেমা ঘরে । সিনেমার নাম কুলি যার হিন্দিতে নাম রাখা হয়েছে মাজদুর ।


জানা যায়নি কেন এখন এই নামটি পরিবর্তন করা হয়েছে যখন স্টার্টিং সিনেমার নামটি Coolie ছিল এবং তাতেই মার্কেট এ ভালই পাবলিসিটি হয়েছিল তখন কানো Coolie নাম টি পরিবর্তন করা হলো। কুলি থেকে মাজদুর, হয়তো হিন্দিতে কোন কপিরাইট এর কারন বসত নামটি কুলি থেকে মজদুর নামটি রাখা হয়েছে , যেহুতু কুলি নের হিন্দি সিনেমা আগের থেকে রয়েছে হয়তো তার কারনেই ।

তবে এতে কি সিনেমার কালেকশান এ কোন প্রভাব পড়বে সেটা সিনেমা রিলিস এর পরেই বোঝা যাবে।
মনে করা হচ্ছে স্যার রজনীকান্তের হাত ধরে এটা সাউথ ইন্ডাস্ট্রির প্রথম হাজার কোটি টাকার সিনেমা। হলেও হতে পারে । হয়তো এই হাজার কোটি টাকার স্বপ্ন অনেক আগেই পূরণ করা হয়ে যেত যদি সাউথ ইন্ডাস্ট্রির মেকাররা প্রথম থেকেই হিন্দি অডিয়েন্স কে সেই প্রাপ্য মূল্যটি দিত। অনেকে মনে করেন তারা শুরু থেকেই হিন্দি দর্শক দের কে যদি সেইভাবে গুরুত্ব দিত তবে অনেক আগেই 1000 কোটির ছুয়ে যেতো ।

তা না দেওয়ায় সাউথের অনেক ভালো ভালো ফিল্ম রয়েছে যা নিঃসন্দেহে হাজার কোটি কাছে যেতে পারতো তা সম্ভব এখনও হয় নি । কিন্তু কুলি ফিল্মে এরকম কোন ভুল করেনি।কুলি সিনেমার ফিল্ম মেকার রা তার সম্পুর্ণ খেয়াল রেখেছে তারা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তার প্রমান ট্রেলার আমরা দেখলেই বুঝতে পারছি ।

সিনেমার শুধু হিন্দি ডাবিং করেছে তা নয় তার প্রত্যেকটি গান কেও সিনেমার মেকার রা ওই সিনেমার প্রত্যেক কটা অরজিনাল গান গুলো ওই একই সিঙ্গার দিয়ে হিন্দিতে গাওয়ানো হয়েছে। এর আগে আমরা যতবার দেখেছি হিন্দি ডাবিং হলেও তামিল গান গুলো সুন্দর থাকা সত্ত্বেও তার হিন্দি ডাবিং গান গুলো শোনার মতন হতো না। কিন্তু সেই ভুল কুলি মুভির পরিচালক মাথায় রেখেছে ।

Director Lokesh Kanagaraj

Coolie movie ডিরেক্টর Lokesh Kanagaraj এর পরিচালনায় এই সিনেমা টি মনে করা হচ্ছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি তে নতুন করে কালেকশন রেকর্ড গড়বে । Lokesh Kanagaraj এর দেওয়া কয়েক বছরের মধ্যে অনেক ভালো ভালো সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম কিছু সিনেমার রয়েছে যেমন সাউথ সুপারস্টার vijay Thalapathi এর সাথে Leo সিনেমাটি যেটি বক্স অফিসে অসাধারণ ফল এনেছে এবং কালেকশন করেছে খুবই ভালো সিনেমা টি সুপার ডুপার হিট হয়েছে , এবং কামাল হাসানের সাথে Vikram। যার দৃতীয় পার্ট আসার অপেক্ষায় রয়েছে প্রচুর মানুষ সিনেমাটির ও ফল এসেছিল দারুন । Lokesh Kanagaraj এর কাজ যে দর্শক দের কে প্রভাবিত করে সেটি তার পরিচালিত সিনেমা দেখলেই বোঝা জায় ।

Amazing Scene coolie

Amir Khan er ক্যামিও

Coolie movie কে নিয়ে রিসেন্টলি বেশ কিছু ইন্টারভিউতে বলিউডের খান Amir Khan (আমির খান) কে জিজ্ঞাসা করা হলে এই সিনেমা সম্বন্ধে তিনি জানান যে তিনি এই সিনেমাটিতে ক্যামিওতে রয়েছেন। এছাড়া তিনি বলেন যে তিনি ব্যক্তিগত জীবনে রজনীকান্ত স্যারের একজন ভীষণ বড় ভক্ত তিনি রজনীকান্তের কে খুবই পছন্দ করেন Lokesh Kangaraj যখন ফিল্মে স্ক্রিপটি নিয়ে আমির খানের সাথে দেখা করতে যান এবং আমির খান কে স্ক্রিপটি পড়ে শোনান আমির খান Lokesh কে বলেন যে আমি ফিল্ম করব তোমাকে স্ক্রিপ্ট শোনাতে হবে না। এবং আমির খান এটাও জনান

যে তিনি Lokesh Kanagaraj সাথে একটি সিনেমা নিয়ে কাজ করবেন ঠিক করেছেন এবং সেই সিনেমার সম্বন্ধে আমরা কিছুদিন বাদে জানতে পারব। Coolie movie তে আমির খানের চরিত্র সম্পর্কে বিশ্লেষণে জানতে চাইলে তিনি বলেন যে তিনি এই মুহূর্তে তা বলতে পারবেন না তবে তিনি যে Coolie movie তে রয়েছেন এবং একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয়ই করছেন তা তিনি কনফার্ম করেছেন নিজেই।

Actor or Dancer Subin Sahir

একজন ডিরেক্টর,প্রডিউসার এবং এক্টর Subin Sahir । এই অভিনেতা টি এখন শিরোনামে রয়েছে তার অভিনীত প্রচুর সিনেমার মধ্যে রয়েছে যেমন Ambili , Meow, Romancham সিনেমা গুলি তে তাকে অভিনয় বা অ্যাক্টিং করতে দেখার পর Coolie movie তে একটি গান রিলিজ করা হয়েছে তাতে অভিনেতা Subin Sahir যে এনার্জি সাথে গানটির সাথে নিজেকে মিলিয়েছেন এবং যে এনার্জি দিয়ে গানটি রিলিজ করা হয়েছে যেখানে Pooja Hegde er sathe Subin Sahir তিনি নেচছেন তা দর্শকদেরকে সত্যিই ভাবতে বাধ্য করেছে। অসাধারণ সুন্দর তার এনার্জি এই গানে আমরা দেখতে পাই। পুরো সোশ্যাল মিডিয়া তে এখন তার নাচ নিয়ে আলোচনা শিরোনামে।

Final Though

Coolie movie এর Director Lokesh Kanagaraj এর সিনেমা টি তে রাজনি স্যার কে আমরা হয় তো নেগেটিভ রোলে দেখতে পারি । Director Lokesh Kanagaraj জানান যে এটি তার একটি (experimental) এক্সপেরিমেন্টাল সিনেমা তিনি বানাচ্ছেন। ফিল্ম এর ট্রেলার টা গোল্ড আর ডার্ক রেড এর মধ্যে দেখানো হয়েছে । এবং ট্রেলার e ঘড়ি কে ভীষণ ভাবে হাইলাইট করেছে । অনেকে মনে করছে যে সিনেমায় হয়তো (time traveling) আমরা দেখতে পাবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *