John Cena ke hobe ( Best ) Next Generationer ? 2025

John Cena

কে হবে পরবর্তী পজন্মের John Cena in WWE শেষ ২৫ বছর ধরে জন সিনা প্রচুর দরশক দের যে ভাবে আনন্দ দিয়ে আসছেন প্রশ্ন হচ্ছে কে নেবে তার এই জেইগা , যেই সকল নতুন নতুন রেসলার রেশলিঙ্গ দুনিয়া তে পা রাখছেন তাদের কাছে এই রাস্তা টা কী খুব সজা হবে । তার থেকেও বড় প্রশ্ন হল এখন কেন আমরা আগের মত ভালো ভালো রেসলার পাচ্ছি না আগের মতো দেখতে । কেন সেই আগের মতো মজা এখন কার Show দেখলে আসে না।

কিন্তু আমরা দেখেছি যখন WWE তে দা রক ফেস ছিল । কিন্তু তিনি যখন মুভি তে অভিনয় করার জন্য WWE ছেড়ে বেশ কিছু সমায় এর জন্য চলে যান । তখন আমরা দেখেছি Show তে জন সিনা কীভাবে নিজের জেইগা বানিয়ে ছেন ।

তার বিখ্যাত ট্যাগ লাইন Never Give Up এই কথাটি এখন WWE কন দর্শক না যানে ২০২২ শালে WWE তে জন সিনা প্রথম সবার সামনে আসে তখন থেকেই তার আসার প্রথম দিন থেকেই John Cena সকল দর্শক দের নজর টেনে নেই নিজের দিকে ।

বিপরীতে যতো বোরই প্রতিপক্ষ থাকুক না কেন কখন পিছন ঘুরে পালিয়ে যান নি এই রেস্লার সব সমাই তার মুখে বা তার জামাই বা তার ব্যান্ড তিনি একটাই জিনিস নতুন প্রজন্ম কে সিখিয়ে এসেছেন কখন হার মেনো না সে নিজেও কখনো কারোর থেকে ভই পাই নি । সে Under Taker হক বা Big Show হক Kane হক বা Rendi Orthon হক সব সমাই সামনে রুখে দাড়িয়ে ছেন। কতো অসাধারন মুহূর্ত জন সিনা তার প্রিয় দর্শক দের দিয়েছেন শুধু মানুষের মনোরঞ্জন এর জন্য

never give up

2. খেলার ধরন কী পরিবর্তন হয়েছে (WWE)

WWE ভক্ত যে সকল দর্শক আছে তারা খুব ভাল করে যানে যে WWE Wrestling তে কতো রকম ভয়ানক খেলা এক সমাই তারা দেখেছেন।

সে জাল দিয়ে ঘেরা ম্যাচ হক যেখানে দুই জন রেসলার কথাও পালিয়ে জেতে পারবে না , কিংবা TLC হক যেখানে চেয়ার টেবিল একজন আরেক জন এর উপর ভাঙছে ।

এর থেকেও ভয়ঙ্কর ছিল পেরেক এর উপর ছুরে ফেলা আবার কখন কাটা তার জড়ান লাঠি কাউ কারর পেটে মারছে পিঠে মারছে আবার কখন মাথাই মারছে আবার কখন ২০ ফুট জালের উপর থেকে মাটিতে আরেক জন এর উপর লাফীয়ে পোড়ছে তবে কথা হোল এখন কী আর হই না ।

হ্যাঁ হই, কিন্তু তবে কেন আগের মতো মানুষ ওত পছন্দ করে না । অনেক রেসলার দের মতে মানুষ নতুন রকমের আনান্দ খোজে খেলা এক রকমের হতেই পারে ।

কেন ক্রিকেট , ফুটবল ত একি নিয়মে চলে আসছে জুগ জুগ ধরে । অনেক রেসলার রা সেই সব বিপদ জনক খেলা খেলছেও মানুষের মন কে খেলার দিকে আনা হল আসল কাজ যেটা এক সমাই WWE এর প্রচুর রেসলার করে এসেছে প্রচুর নাম রয়েছে যা নিয়ে শেষ করা যাবে না Triple H , Under Tekkar, Brock Lesnar , Big Show , Gold Burg অগুনতি ।

3. John Cena ছাড়া তবে কি (WWE Wrestling) রেস্লিং আর চলবে না ?

কেন চলবে না সিনা আসার আগেও WWE Wrestling চলতো তার ছাড়াড় পোরেও চলছিল ও এখন আবার সিনা ফিরেছেন এখন ও চলছে । হ্যাঁ জনপ্রিয়ও কোনো বিশেষ ব্যাক্তি দর্শক দের মধ্যে সব সমাই থাকে তবে মানুষের মধ্যে বিষই টি আলোচনাই হই ।

নতুন দের মধ্যে আমরা অনেক কেই পেয়েছি যেমন Roman Reigns , Seth rollins, Bray Wyatt, এক দম নতুন এর মধ্যে Logan Paul এরা প্রত্যেকেই খুবি ভাল রেসলার ।

যদি দর্শক চাই জন সিনার মতো খেলোয়াড় হাঁ তবে অসুবিধা আছে । কারন জন সিনার মতো good human being ক্যারেক্টার হইত কেউ হবে না । হইত নতুন ধরনের good human being কোনো WWE মানুষের কাছে তুলে ধরবে

১৯৫০ শালে শুরু হয়া এই খেলা যা মানুষ কে আনান্দ দেয়ার জন্য বানানো হয়েছিল তা আজ মানুষ কে একি রকম ভাবে মনোরঞ্জন করার চেষ্টা করে চলেছে আর এবং তারা প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যারা টিকিট কিনে আসছে বা যারা বাড়ীতে টেলিভিশন,মবাইল বা ল্যাপটপ এ বসে দেখছে তারা সবাই জেন সমান ভাবে মজা নিতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *