Mission Impossible Final Reckoning

Mission Impossible Final Reckoning

Mission Impossible Final Reckoning । যে সকল দর্শক মিশন ইম্পসিবল সিরিজের ভক্ত যারা Tom Cruise এর ভক্ত এবং যে সকল দর্শক এই সিরিজের সব কটি সিনেমা দেখেছে তাদের কাছে এই সিনেমাটি একরকম ভাবে একটি tribute দেওয়া হয়েছে ।

গল্পের সারাংশ বিশেষ কিছু ভাবে আলাদা নয় যা Tom Cruise এর এই সিরিজের প্রায় সবকটি পার্টে আমরা দেখে এসেছি যে পৃথিবী ধ্বংস হতে চলেছে কিন্তু একটি মানুষ আছে যে সেই বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। তবে এইবারের সিনেমায় Tom Cruise বিপক্ষে যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তা খুবই আকর্ষণীয় কারণ এই সিনেমার খলনায়ক এক রকম ভাবে (A I ) ( Artificial Intelligent) ।

যাকে দেখা যাবে না কিন্তু তার ইশারায় সিনেমার গল্প এগোবে । যদি দর্শক ভীষণ কিছু আশা নিয়ে যদি সিনেমাটি দেখে , তাহলে হয়তো সেই সকল দর্শক খুব একটা খুশি নাও হতে পারে কারণ সিনেমাটিতে শুরুর অংশে একরকম ভাবে সিরিজের সবকটি সিনেমার একটা মেলবন্ধন দেখানো হয়েছে সিনেমাটির প্রথম অংশে খুব একটা পছন্দ যদি নাও হয় দ্বিতীয় পর্বে কিন্তু দর্শক চোখ সরাতে পারবে না ।

তবে Mission Impossible Final Reckoning সিনেমাটিতে বেশ এমন কিছু দৃশ্য রয়েছে যা হঠাৎ করে পর্দায় আসে এবং দর্শকের চোখ আকর্ষণ করে নেয় এবং এটা ভাবতে বাধ্য করে যে এটা কিভাবে সম্ভব বাস্তবে শুট করা । হ্যাঁ সিনেমাটির প্রথম কিছু সময় একটু ধীরগতিতে চলছে মনে হতে পারে খুব ভাল করেনি কিন্তু আস্তে আস্তে যখন সিনেমা টি গতি ধরবে তখন দর্শক দের পছন্দ হবে ।

final reckoning scene

অনেকের মনে হতে পারে সিনেমাটির প্রথম ধাপটি যে এটি একটি সিনেমার সাথে এই সিনেমার একটি মেলবন্ধন করা হচ্ছে । দর্শকরা যদি সিনেমাটি অ্যাকশান এবং স্টান্ট দেখার জন্য সিনেমাটি দেখা শুরু করেন তাহলে হয়তো একটু নিরাশা হলেও হতে পারেন কারন mission impossible যে অসাধারণ ধরনের কাজ আমরা দেখেছি mission Mission Impossible Final Reckoning এই সিনেমায় তা হয়তো কোথায় একটুও কম রয়েছে তা আপনার মনে পরবে সিনেমা টি শেষ হওয়ার পরে ।

কিন্তু সিনেমাটির দ্বিতীয় পার্ট এ submarine এর ভিতর ১৫ – ২০ মিনিটের যে দৃশ্য রয়েছে তা সত্যিই আকর্ষণীয় এবং mission impossible বাকি পার্ট গুলির কথা মনে করিয়ে দেয় । এবং সিনেমার শেষের অংশে যখন tom cruise এরোপ্লেনের নিচে ঝুলে যে দৃশ্যগুলি রয়েছে তা সত্যিই আকর্ষণীয় যা দর্শকদের চোখ সরাতে দেয় না সিনেমার পর্দা থেকে ।

Box Office Collection


mission impossible final reckoning Box Office Collection
All Releases
Domestic (33.2%)
$196,669,492
International (66.8%)
$395,300,000
Worldwide
$591,969,492
যার মানে সারা পৃথিবী জুড়ে mission impossible final reckoning Box Office Collection করেছে
USD 591,969,492.00 = INR 51,569,996,073.19

mission impossible final reckoning cast


৬২ বছর বয়স হওয়ার সত্বেও এই Tom Cruise সত্যিই দর্শকদেরকে অবাক করতে কোন দিক থেকে ত্রুটি রাখে নি সিনেমায় । সত্যিই এই ধরনের অভিনেতা কে দেখে শুধু দর্শক নয় অনেক সিনেমার অনেক অভিনেতারাও তাকে দেখে প্রভাবিত হন । Mission Impossible Final Reckoning cast এর মধ্যে প্রধান চরিত্রে যে চারজন ব্যক্তি রয়েছে তার মধ্যে।

Tom Cruise

প্রথম হলেন Tom Cruise যার নাম সিনেমায় Ethan Hunt চরিত্রে অভিনয় করবেন যা সব কটা পার্টেই একই নামে তিনি রয়েছেন। তার পর রয়েছেন

Hayley Atwell

Hayley Atwellযার নাম সিনেমায় Grace

Simon Pegg

Simon Pegg যার নাম সিনেমায় Benji Dunn যিনি সবসময় মুখ্য অভিনেতার সহায়ক। তার চরিত্রে কিছুটা ভয় লেখা থাকলেও সবশেষে তিনি যে কোনো ভয়ানক বা যতই বড় বিপদ এর পরিস্থিতি আসুক না কেন তিনি সবসময় ইথেন হান্ট (Tom Cruise) এর পাশে  থাকেন

এছাড়া আরো অনেক কিছু চরিত্র রয়েছে, যা আপনারা সিনেমায় দেখতে পাবেন

Mission Impossible Final Reckoning (কারা কারা কাজ করেছে )

Director: Christopher McQuarrie
Producer: Tom Cruise, Chris Brock, Christopher McQuarrie, Dana Goldberg, Don Granger, David Ellison
Distributor: Paramount Pictures
Music: Lalo Schifrin, Mission: Impossible Theme composed by, Music, Alfie Godfrey, Max Aruj
Studio: Tom Cruise, Skydance Media, Paramount Pictures
Budget: $400 M

Mission Impossible Final Reckoning যদি আপনি ইংলিশে দেখেন বা যদি আপনি হিন্দিতে ও দেখেন আশা করতে পারেন দুটোর অনুতেই আপনি অসন্তুষ্ট হবেন না প্রায় চার হাজার কোটি টাকা দিয়ে বানানো এই সিনেমা আপনি যদি একবারও দেখেন আশা করা যায় সিনেমাটি ভালো লাগবে। জলের ভিতরে সেই দৃশ্য কিংবা অভিনেতার হাওয়াই এরোপ্লেনে ঝুলে একশন করা দৃশ্য আপনার মন কে আকর্ষণ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *