Vijay Thalapathi ” জন্মদিনে জানুন কিছু তথ্য অভিনেতার সম্বন্ধে”

Joseph Vijay Chandrasekhar(Thalapathi)

২২ শে জুন ভক্তদের জন্য এক বিশেষ দিন। থালাপতি বিজয় ৫১ তে পদার্পণ করলেন বাইশে জুন জীবন সংগ্রাম সিনেমা ক্যারিয়ার এবং সামাজিক আবেদনে উজ্জ্বল তার এই দিনটি খেয়ে রইল কিছু অজানা তথ্য।

থালাপতি বিজয়ের (Vijay Thalapathi) পরিচয়


টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রি এই পরিচিত মুখ এবং ভক্তদের এক বিশেষ পছন্দের একজন আর্টিস্ট যার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। দক্ষিণ ভারতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা যিনি এই মুহূর্তে শুধু দক্ষিণ ভারতের না গোটা বিশ্বের প্রচুর সিনেমা প্রেমী ভক্তদের পরিচিত মুখ ভিজিয়ে থালাপতি। শুধু ভারত বর্ষ না এই তামিল ইন্ডাস্ট্রি সুপাস্টার বিজয় থালাপতি সারা বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়তা অর্জন করেছেন

বিজয় থালাপতি ১৯৭৪ সালে ২২ শে জুন চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। ২২ শে জুন থালাপতির ভক্তরা একটি উৎসবের মতো তারা পালন করে।

থালাপতির ক্যারিয়ার


থালাপতির অভিনয়ের যাত্রা শুরু তার অনেক ছোট বয়স থেকে। বিজয় প্রথমে শিশু শিল্পী হিসেবে সিনেমাতে অভিনয় করেছেন তার মধ্যে একটি সিনেমা হল vetri ছবিটি মুক্তি পায়। ১৯৮৪ সালে । এরপরে প্রচুর জনপ্রিয় সিনেমা যেমন ” Poovi Unakkaga , Ghill , Mersal, এবং Leo ” তাকে তামিল সিনেমার শিখরে নিয়ে যায়
তার অভিনয়ের দক্ষতা তার স্টাইল একশন এবং সমাজের সচেতন ভরা ক্রিপ্টের দ্বারা যে বার্তা তিনি ভক্তদের দিয়ে থাকেন সেইখান থেকেই তার ভক্তদের হৃদয়ে তিনি স্থান গড়ে নিয়েছেন।

থালাপতি বিজয়ের উপহার তার ভক্তদের জন্য

happy birthday vijay

বিজয় থালাপতি (Vijay Thalapathi Birth Day) প্রত্যেক বছরই প্রায় জন্মদিন মানেই তিনি ভক্তদের জন্য এক চমক বারবার নিয়ে আসে। প্রতিবছর এই দিনে থালাবতি বিজয় নতুন সিনেমার পোস্টার বা বিশেষ ঘোষণা নিয়ে তিনি ভক্তদের কে আনন্দ দেন 2025 সালই বা বাদ যাবে কেন ২০২৫ সালে জন্মদিনের ব্যতিক্রম হয়নি, বিজয় তার আসন্ন নতুন সিনেমার সম্পর্কিত teaser রিলিস করলেন Jana nayagan
এই সংবাদের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি এখনো তার ভক্তদেরকে মনে রেখেছেন

মানবিক থালাপতি: সমাজসেবায় বিজয়

থালাপতি বিজয় কেবল রুপালি পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি একজন সমাজসেবক। “থালাপতি বিজয় মাক্কল আইক্ক্য ইয়াক্কম” নামক তার নিজস্ব সংস্থা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। শিক্ষাবৃত্তি, হাসপাতাল সহায়তা, পরিবেশ সচেতনতা—সব ক্ষেত্রেই তিনি নিঃশব্দে কাজ করে চলেছেন। এবং তিনি যে শুধু একজন ভালো সিনেমার অভিনীত নায়ক নন সমাজের বহু স্তরে তিনি যে কাজ নিঃস্বার্থে করে চলেছেন তার প্রমাণ তার প্রিয় ভক্তদের কাছে থেকে তা কখনোই আড়াল হয়নি। তিনি সবসময়ই একজন দায়িত্ববান সমাজসেবক হিসেবে সব সময়ই সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন

কেমন ভাবে উদযাপন হয় থালাপতি বিজয় জন্মদিন

বিজয়ের জন্মদিনে ভক্তরা নানান রকম ভাবে সমাজসেবায় যুক্ত হন কোথাও বা ব্লাড ডোনেশন ক্যাম্প কোথাও বা খাবার বিতরণ গরিবদের পোশাক সহ নানান রকম সামাজিক কাজ করে থাকেন থালাপতি বিজয় ভক্তরা । তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় কোথাও বিলবোর্ড কাট আউট কোথাও বা রাতভর সিনেমা স্ক্রিনিং হয়।
অনেক ভক্ত তো তার জন্মদিনে ২৪ ঘন্টা উপবাস রাখেন এবং মন্দিরে পুজো দেন তার সুস্থতা ও সাফল্যের জন্য।

থালাপতি বিজয় রাজনৈতিক কেরিয়ার (Vijay Thalapathy Political Party)


২০২৫ সালে থালা প্রতি বিজয় রাজনীতিতে পা রাখার কথা ঘোষণা করে দিয়েছেন। তার পার্টি tamilaga vetrri kazhagam (TMK) । আজ থেকে প্রায় 7 মাস আগে থালাপতি একটি মঞ্চে ঘোষণা করেন যে তিনি রাজনীতিতে পদার্পণ করতে চলেছেন এবং তিনি সেই মঞ্চে বলেন তার পার্টির Ideology এন্টি কমিউনিজম এবং এন্টি করাপশন এর উপর ভিত্তি করে। ঘোষণা করেন তার জনসংখ্যা ছিল প্রায় তিন লক্ষ লোকের উপর

তবে কি এটা বিজয়ের শেষ সিনেমা ?


২০২৫ সালের রাজনীতি পা রাখার কথা ঘোষণা দিয়েছিলেন এর আগের সিনেমা GOAT ( greatest of All Time) যা ২০২৪ সালে মুক্তি পায় সেটি সুপার হিট হয় । একুশে জুন রাত্রে বিজয় থালাপতির নতুন মুভি টিজার Jana nayagan রিলিজ হয়। মাত্র ২২ ঘণ্টার মধ্যেই ছবিটির প্রায় কুড়ি মিলিয়ন দর্শক দেখে। হয়তো বিজয় থালাপতির সিনেমা ক্যারিয়ারের এটাই শেষ ছবি হতে চলেছে।

সর্বশেষ


২২ শে জুন কেবলমাত্র একটি অভিনেতার জন্মদিন নয় যেন লক্ষ্যভক্তদের জন্য এক আবেগঘন উৎসব। তুমি যে ভালো অভিনয় করেন তা তো জানা, কিন্তু সমাজের প্রতি তার দায়িত্ববোধ এবং মানুষের জন্য তার ভালোবাসা করার ইচ্ছে তাকে সত্যি করের থালাপতি বিজয় করে তুলেছে।
২২ শে জুন তাই শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় বা কোন একটি অভিনেতার জন্মদিন নয় এটা তার ভক্তদের অনুগামীদের কাছে একটি প্রেরণাস্ত  – থালাপতি বিজয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *